ঈদের আগে ও পরে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি ঈদের সিনেমার গান। এসব গানের মধ্যে কয়েকটি গান শ্রোতাদের পছন্দ হয়েছে। কিছু গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে এসেছে।
সিনেমার প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার প্রীতম হাসানের কণ্ঠে ‘দ্বিধা’। ‘বরবাদ’ সিনেমায় প্রীতম হাসান-দোলার কণ্ঠে ‘চাঁদ মামা’ ও একই সিনেমায় কোনাল-ইমরানের কণ্ঠে ‘মায়াবী’।
ট্রেন্ডিংয়ে আরও আছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন থ্রি’ সিনেমায় ইমরান ও কনার কণ্ঠে ‘কন্যা’। রবিউল ইসলাম জীবনের লেখা ‘কন্যা’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
এএম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় তাহসান-আতিয়া আনিশার কণ্ঠে ‘জনম জনম’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছে।
আরও রয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় ‘একটুখানি মন’ গানটি। সাদাত হোসাইনের লেখা সাজিদ সরকারের কম্পোজিশনে ‘একটুখানি মন’ গানটি গেয়েছেন তাহসান ও মাশা।
‘জংলি’ সিনেমায় ‘বন্ধুগো শোনো’ প্রিন্স মাহমুদের লেখা ও সুরে গানটি গেয়েছেন ইমরান ও কনা। একই সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে’ যদি আলো এসে’ গানটি আছে ট্রেন্ডিংয়ে।
এছাড়া, ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার ‘একা আড়ালে’ গানটি গেয়েছেন ন্যান্সি-পিন্টু ঘোষ।
এসব গানের মধ্যে কিছু গান শ্রোতারা পছন্দ করেছে। কিছু গান সিনেমা দেখে দর্শক পছন্দের তালিকায় রেখেছে।
তবে, এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে সিনেমার গানে ১ নম্বরে আছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। ‘জ্বীন থ্রী’ সিনেমার গান ‘কন্যা’ আছে ৩ নম্বরে।
খুলনা গেজেট/এএজে