আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকা-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নড়াইলের ছাত্রজনতা।
শুক্রবার (৯ মে) বিকেলে নড়াইল সদর উপজেলার মালিরবাগ মোড় থেকে মিছিল নিয়ে শতাধিক ছাত্রজনতা এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত রাস্তায় বসে পড়ে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে তারা নানারকম স্লোগান দেন।
কর্মসূচির শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, এনসিপির জেলা সংগঠক শরিফুল ইসলাম, নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাজ্জাদ হোসাইন।
এ সময় নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, সংগঠক মিনহাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শুভ মোল্যা, আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা আহ্বায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান দিপু, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক তানভীর সিকদার, পৌর ছাত্রশিবিরের সভাপতি ইখতিয়ার উদ্দিন জিহাদ, নড়াইল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিফাতুল্লাহ মঈনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস