আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে আগামীকাল সোমবার (১২ মে) এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।
লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, “দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত।”
সংগঠনটি দাবি করে, তারা শুরু থেকেই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছে। গণঅধিকার পরিষদের মতে, শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল না হলে ‘গণঅভ্যুত্থান’ অসম্পূর্ণ রয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের জন্য এখনই উদ্যোগ নিতে হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করতে পাঁচটির বেশি ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানায় সংগঠনটি।
খুলনা গেজেট/এনএম