খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

আশাশুনির বিভিন্ন দূর্গাপুজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দূর্গাপুজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের দূর্গাপুজা মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি এই অনুদান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালিপদ রায় প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পুজা উদযপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটি ও পুজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত ৫শ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ বছর আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ১০৪ টি মন্ডপে দূর্গোৎসব পালিত হচ্ছে বলে জানান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্য।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!