সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। সোমবার (৭এপ্রিল) দুপুরে বেড়িবাঁধ ভাঙনের ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কমান্ডার ১০৫ পদাতিক ব্রিগেড, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ , পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পাউবো খুলনা অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, পাউবো ডিজাইন সার্কেল-৮ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফ আহম্মেদ, সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সেকশন অফিসার আলমগীর কবির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ভাঙনকবলিত এলাকায় বাঁধ মেরামতের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পরবর্তীতে জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, গত সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার পাশ থেকে প্রায় দেড়’শ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে সেনাসদস্যগণ ভাঙন কবলিত এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণে সহায়তা করে আসছেন।
খুলনা গেজেট/জেএম