খুলনা, বাংলাদেশ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বৃদ্ধ নিহত
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

সাতক্ষীরায় ঈদের রাতে ‘বিষাক্ত পানীয়’ পানে দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের দিন রাতে পিকনিকের সময় বিষাক্ত পানীয় পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আরো কমপক্ষে ৯ জন। রোববার (৩১ মার্চ) রাতে পিকনিকের সময় পানীয় পান করার পর অসুস্থ হয়ে পড়লে সোমবার (১ এপ্রিল) রাতে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন ও সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়। অসুস্থদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মৃত্যুবরণকারী দুইজন হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের মৃত জাফর আলী খাঁর ছেলে ও জাকির হোসেন টিটু খাঁ (৩৮) ও একই গ্রামের সোহরাব আলী গাজীর ছেলে মো. নাজমুল গাজী (২৬)। জাকির হোসেন টিটু কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বলে জানা গেছে।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ নয়জন। এদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া শশ্মানঘাট মাঠে পিকিনিক করে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ মোট ১১জন। রাতে খাওয়ার পর তারা সবাই মিলে একটি পানীয় পান নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে সোমবার সন্ধ্যার পর থেকে তারা একে একে অসুস্থবোধ করতে থাকেন। পরে রাতে তাদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে জাকির হোসেন টিটুকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোমবার রাত পৌনে ১২টার দিকে মারা যায় এবং শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় নাজমুল গাজী।

আশাশুনি থানার উপ পরিদর্শক অনাথ মিত্র জানান, অসুস্থদের মধ্যে জাকির হোসেন টিটুকে রাত পৌনে ১২টার দিকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের কেউ মৃত্যুর কারণ সর্ম্পকে কিছু বলতে পারেনি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া সাতক্ষীরার শহরের একটি বেসরকারি হাসপাতালে নাজমুল গাজী নামের আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!