জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি। দলটি মনে করে এটা রাষ্ট্রের রিপাবলিকের বিষয় তাই তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মত বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রতিনিধি দলের প্রধান সূচনা বক্তব্য একথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আলোচনাটি দ্রুততার সাথে যাচ্ছি না এইজন্য যে এটা রাষ্ট্রের, রিপাবলিক ও সংবিধানের বিষয় তাড়াহুড়ো করা ঠিক না। যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত কমিশনে গৃহীত হলে বৃহত্তর কনসাস সৃষ্টিতে ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও একটু বিস্তারিত রিপোর্টের ওপর আলোচনা করছি।
স্পীডশীড নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের প্রদত্ত স্পীডশীট নিয়ে আমরা আলোচনা করি নাই। এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি বলে আমরা আগ্রহী হই নাই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফা ওয়ারি আলোচনা করছি। যা আজকেই আলোচনা শেষ করতে চাই।
বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী উল্লেখ কর তিনি বলেন, সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিলো, বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকার বদ্ধ। তবে আমি বিচার বিভাগের সকল উদ্যোগকে আইনআনুগ ও সাংবিধানিক হয় সে আহ্বান জানাবো।
তৃতীয় দিনের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, আমরা বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারবো।
এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। অন্য সদস্যরা হলেন- দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
খুলনা গেজেট/এনএম