খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
  দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে : প্রধান উপদেষ্টা
  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু

আবাহনীকে আটকাল ফর্টিজ, ব্রাদার্সের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

বিদেশি ফুটবলার ছাড়াই ঢাকা আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুর্দান্ত খেলছিল। পাঁচ ম্যাচের মধ্যে এক ম্যাচ হেরেছিল কোচ মারুফুল হকের দল। শুক্রবার (৩ জানুয়ারি) ষষ্ঠ রাউন্ডে এসে আবার পয়েন্ট হারাল আবাহনী। গোলশূন্য ড্র করেছে ফর্টিজ এফসির সঙ্গে। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে।

আজকের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিজ এফসিকে হারাতে। উল্টো তাদের প্রতিপক্ষ বেশি সুযোগ পেয়ে তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে। আবাহনী ৬ খেলায় ৪ জয় এবং এক ড্রয়ের পরও ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিজ তৃতীয় ড্রতে ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে।

শুক্রবার কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে দাপট বেশি ছিল ফর্টিজের। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা গোল করতে পারেনি। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা আজও বেশ কয়েকটি ভালো সেভ করেছেন।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই ফর্টিজ গোল মিস করে। মোহাম্মদ আব্দুল্লাহর জোরালো শট মিতুল মারমা কর্নারের বিনিময়ে দারুণ সেভ করেন। ৪১ মিনিটেও ফর্টিজের প্রতিপক্ষ হয়ে দাড়ান মিতুল। জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরালো শট নিলেও মিতুল সেই যাত্রায় বাঁচিয়ে দেন আবাহনীকে। ৬৭ মিনিটে আবাহনীর মাহাদি ইউসুফের বক্সের বাইরে থেকে নেওয়া শট ফর্টিজ গোলরক্ষক সেভ করেন। ৫ মিনিট পর গোলের সুযোগ হাতছাড়া করেন ফর্টিজের বদলি খেলোয়াড় শওকত হোসেনও।

মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। মোস্তফা, চিক সেনে ও সাজ্জাদ একটি করে গোল করেন। ব্রাদার্স ইউনিয়ন ৬ ম্যাচে চার জয়ে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে চারে। ইয়ংমেন্স তিন পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!