তিন দিনের মাথায় দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। এই হিসেবে ভরিতে এক লাফে ৩ হাজার ২৪৩ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।
এর আগে সবশেষ গত ১৭ ফেব্রুয়ারি ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল, যা পরদিন ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
বিস্তারিত আসছে…