সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
সোমবার (২৪ মার্চ) আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এ নিয়ে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজন। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব একমাত্র নারী বিচারপতি।
খুলনা গেজেট/এএজে