খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত
  ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুথানের ঘোষণাপত্র দিতে হবে : হাসনাত
  স্বাগত ২০২৫; নতুন বছর বরণে দেশজুড়ে নানা আয়োজন

আন্দোলনে চোখে গুলিবিদ্ধ শাহিন হোসেনকে বিজিবি’র অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ শাহিন হোসেন (১৭) কে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে তাকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মোঃ শাহিন হোসেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শাহাজান আলী সানার ছেলে। মোঃ শাহিন হোসেন সাতক্ষীরা দিবানিশী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৫ আগষ্ট সাতক্ষীরা শহরে আন্দোলন চলাকালীন চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার দরুন দৃষ্টিশক্তি হারান শাহিন হোসেন।

বিজিবি কর্তৃক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাতক্ষীরা ডে-নাইট কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আক্তারপুর গ্রামের মাহমুদ আলম এর ছেলে মৃত আসিফ হাসান এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত আশাশুনির প্রতাপনগর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে মোঃ আমান উল্লাহ ও সদর উপজেলার পাঁচরখী গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে জিল্লুর রহমানসহ ৩জনকে গত ২৫ আগষ্ট নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!