খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

আদর্শিক সমাজ বিনির্মাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভূমিকা রাখতে হবে: হেলাল

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আদর্শিক সমাজ বিনির্মাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। নিজেদের ঈমান, আমলের উন্নতি করে সংগঠনকে মজবুত করতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) খুলনা মহানগরীর সদর থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লীতে পালিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লবের বিপ্লবী ছাত্র-জনতাকে এই জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ করবে। ফাসিস্ট বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে।

খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ সোহাগের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, কাওছার আলী, মাসুম বিল্লাহ, সোহরাব হোসেন, নজরুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলী হায়দার, আব্দুর রশিদ, ইয়াসিন, বুলবুল, খোরশেদ আলম, মুন্সী শহিদুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!