খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২ নৌকা আটক

গেজেট ডেস্ক

দেশের সমুদ্র সম্পদ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে সোমবার (১২ মে) কক্সবাজারের ডাউন ও তৎসংলগ্ন এলাকায় ‘বানৌজা শহীদ ফরিদ’ জাহাজের নেতৃত্বে ১২টি মাছ ধরার নৌকা আটক করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অভিযানে আটক এসব নৌকা থেকে জব্দ করা হয় ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরায় জড়িত ৬১ জন জেলেকেও আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট এলাকায় জব্দকৃত জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৯৩ কোটি টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!