খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: খলিলুর রহমান
  বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ রাশমিকার জন্মদিন

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন আজ। ১৯৯৬ সালের এই দিনে ভারতের কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিণী। আজ ২৯-এ পা দিলেন অভিনেত্রী।

অল্প সময়ে ফিল্মি ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম জুড়িয়েছেন তিনি। বলিউড আর দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন থেকে বলি-ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান কিংবা রণবীর কাপুর— ইতোমধ্যে প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।

২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘মিশন মজনু’, ‘পুষ্পা’, ‘সীতা রমম’, ‘ভারিসু’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন রাশমিকা।

অভিনেত্রীর পছন্দের অভিনেতারা হলেন— রজনীকান্ত, রণবীর সিং ও শাহরুখ খান ছাড়াও হলিউডের এমা ওয়াটসনও তার পছন্দের তালিকায় আছেন। এ ছাড়া শাকিরা ও জাস্টিন বিবারের গান শুনতে ভালোবাসেন এ অভিনেত্রী। ভ্রমণ করতে ভালোবাসেন তিনি। ভোজনরসিক রাশমিকা মান্দানার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে লন্ডন। তার সবচেয়ে প্রিয় খাবার চালের রুটি।

শিক্ষাগত যোগ্যতায় রাশমিকা মান্দানা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এ জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে রাশমিকার প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র নায়ক রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয়েছিল। পরে ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

গত বছর ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রাশমিকা মান্দানাকে। এর পাশাপাশি এবার বেঙ্গালুরু টাইমসের জরিপে সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তকমাও পেয়েছেন তিনি। জানা গেছে, প্রতিটি সিনেমার জন্য রাশমিকা পারিশ্রমিক নেন চার থেকে ছয় কোটি রুপি।

এর আগে জন্মদিনের মাস পড়তে না পড়তেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছিলেন—এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলেন মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি উল্টো।

তিনি বলেন, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতোমধ্যে ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটি বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়ে দিলাম।

সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। যদিও সিনেমাটি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!