খুলনা, বাংলাদেশ | ১৬ আষাঢ়, ১৪৩১ | ৩০ জুন, ২০২৪

Breaking News

  ডিজেল, কেরোসিনের দাম কমলো এক টাকা। অপরিবর্তিত থাকছে পেট্রোল-অকটেন।
  জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস
  আগামি বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি

আজিজ-বেনজীরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে : জয়নুল আবদিন

গেজেট ডেস্ক 

‘আজিজ-বেনজীরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২৮ জুন) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘প্রজন্ম বাংলাদেশ’ নামে এক সংগঠনের উদ্যোগে ভারতের সঙ্গে ‘সরকারের অবৈধ চুক্তি-সমঝোতা’র প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে কোথায় বেনজীর (সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ)? কোথায় আজিজ (সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ)? কোথায় মতিউর (সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান)? আবার নতুন করে ফয়সালরা আবিষ্কার হয়েছে।’

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে, যারা কোটি থেকে হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে। এসব লোকদেরও বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না।’

বিরোধী দলের সাবেক প্রধান হুইপ জয়নুল আবদিন বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) যেভাবেই কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্রের দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনও নিতে পারেননি।’

বিএনপিনেতা জয়নাল আরও বলেন, ‘ভাইয়ে ভাইয়ে নির্বাচন, ডামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে। উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন। এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। এটা বাংলাদেশের জনগণ কখনও চায় না। আপনারা গণতন্ত্রকে হত্যা করেছেন পাঁচ মিনিটে সংসদে দাঁড়িয়ে। যে আওয়ামী লীগ ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছে, সেই আওয়ামী লীগ আবারও ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদের বসেছে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম-ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ ও বিএনপি কখনও মেনে নেবে না।’

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘বক্তব্য স্পষ্ট…আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে ৩০ ঘণ্টার পথ সাত ঘণ্টা করবেন। আমাদের আপত্তি একটাই, আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, নির্মম সত্য হলেও বলতে হয়, সেই কথা আপনাদের মনে নেই।’

প্রজন্ম বাংলাদেশের সভাপতি বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আবদুল সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতা মাওলানা আলমগীর হোসেন, ইসমাইল হোসেন তালুকদার খোকন, ইসমাইল সিরাজী ও আমির হোসেন আমুসহ অন্যান্যরা বক্তব্য দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!