খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় নিহত ১৪
  নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ৭
  নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ২
  গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক নিহত

আগারগাঁওয়ে মেট্রো স্টেশনে সন্তান প্রসব

গেজেট ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশনে বৃহস্পতিবার ছেলেসন্তান প্রসব করেছেন এক নারী।

ধানমন্ডির রেনেসা হাসপাতালে যাওয়ার সময় মেট্রোরেলে প্রসব বেদনা ওঠে সোনিয়া রানী রায়ের। পরে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেয়া হলে সন্তান প্রসব করেন তিনি।

রোভার স্কাউটের সহায়তায় মেট্রোরেলের প্রাথমিক চিকিৎসকের তত্ত্বাবধানে সন্তানের জন্ম দেন সোনিয়া।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত স্কাউট সদস্য ও ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র তামিমের বরাত দিয়ে সন্তান প্রসবকারী সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। আজ সকালে আমরা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে আসছিলাম ধানমন্ডির রেনেসা হাসপাতালে ভর্তি করানোর জন্য। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা ওঠে।

‘সে সময় মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব হয়। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। তারা আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নর্থ রোডের (লাইন-৫) অতিরিক্ত প্রকল্প পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘মেট্রোরেলেই ওই নারীর প্রসব বেদনা শুরু হলে আগারগাঁও স্টেশনে নামার পর আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে আমাদের প্রথমিক চিকিৎসক এবং রোভার স্কাউটের নারী সদস্যের সহায়তায় তার ছেলে সন্তান প্রসব হয়।

‘পরে তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ফোন করে অ্যাম্বুলেন্স এনে তাদের নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়েছে।’

আগারগাঁও স্টেশনের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনরত রোভার স্কাউট লিডার নূর মোহাম্মদ মহসীন বলেন, ‘ডিএমটিসিএলের পক্ষে কাস্টমার ফ্যাসিলেটর অ্যাসিস্ট্যান্ট (সিএফএ) হিসেবে সহযোগিতা করছেন রোভার স্কাউটের সদস্যরা। আজকেও যথারীতি সকালে কাজ শুরুর পর উত্তরা থেকে আসা ওই মায়ের প্রসব বেদনা শুরু হলে নারী গার্ল ইন রোভার সদস্যের সহযোগিতায় প্রসব সম্পন্ন হয়েছে। পরে আমরা অ্যাম্বুলেন্সে করে তাদের নির্ধারিত হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

খুলনা গেজেট /বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!