খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া কামিল মাদরাসার ফাজিল ৩য় বর্ষের শিক্ষার্থী শিহাব হোসেনের মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। বর্তমানে সে চোখে দেখতে পাচ্ছেন না। অসহায় শিহাবের পরিবার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এ কারণে মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে মেধাবী শিহাব ও তার পরিবারের সদস্যরা।
অসুস্থ শিহাবের কয়রা উপজেলার কালনা গ্রামের মো. আকরাম হাওলাদারের বড় ছেলে। তার পিতা সাইকেলে করে রুটি বিক্রি করেন। মাতা রাবেয়া খাতুন গৃহিণী। তাদের দুই ছেলে সন্তান ও এক মেয়ে।
তার পরিবার সূত্রে জানা যায়, গত জুলাই বিপ্লবের পর তিনি ডাক্তারের কাছে গেলে জানতে পারেন তার মাথায় ব্রেন টিউমার হয়েছে এবং মাথার মধ্যে পানি জমেছে। তার দ্রুত অপারেশন না করা হলে যে কোন মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। টাকার অভাবে তার পরিবার অপারেশন করাতে পারছেন না। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ শিহাবের ব্রেন টিউমার অপারেশন করা খুবই জরুরি। কিন্তু ব্রেন টিউমার অপারেশন করতে নূন্যতম ৫ লাখ টাকা প্রয়োজন। এ ব্যয় বহন করা শিহাবের পরিবারের পক্ষে সম্ভব নয়। তার চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন শিহাবের পরিবার ও তার বন্ধুরা।
দেশবাসীর কাছে শিহাব হোসেন বলেন, আমার শরীরে কিছু সমস্যা বেড়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছি না। আগে আগে চোখে দেখতে পেতাম, এখন মোটেও দেখতে পাই না, একা একা হাঁটতেও পারিনা গা মাথা ঘুরে পড়ে যায় । আমার চিকিৎসার খরচ অনেক। এ খরচ বহন করা আমার পরিবারের পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া ও সাহায্য চাই। তার পিতার মোবাইল নম্বর ০১৯৯২-৯৩৬০৯৪। এটাতে বিকাশ রয়েছে। কথা বলে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ আলী বলেন, শিহাবের দারিদ্র পিতা আয়ে ঠিকমত সংসার চলে না। তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব না। শিহাবের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতায় সর্বস্তরের মানুষের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।
খুলনা গেজেট/এএজে