পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো তথা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বহু তারকারা। তারা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন, নিজেদের কাজ নিয়ে বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। গত ৯ মে আবুধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর বৃদ্ধি পাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ক ও তার সহকারী দল। এবার একই পথে পা বাড়ালেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
শনিবার (১০ মে) মুম্বাই শহরবাসীদের গান শোনানোর কথা ছিল তার। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। তিনিও তাই মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, জলসা পরে।
শ্রেয়ার আগে একই সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং ও। তিনিও তার দল আগামী কনসার্ট বাতিল করেছেন। এক বিবৃতিতে জানিয়েছিলেন, পরিস্থিতি শান্ত হোক। তিনি আবার গাইবেন।
টিকিটের দামও ফেরত দেওয়া হবে দর্শক-শ্রোতাদের, এ কথা জানাতেও ভোলেননি। সেই পথে হেঁটে গায়িকা লিখেছেন, শ্রেয়ার আগে একই সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং ও। তিনিও তার দল আগামী কনসার্ট বাতিল করেছেন। এক বিবৃতিতে জানিয়েছিলেন, পরিস্থিতি শান্ত হোক। তিনি আবার গাইবেন। টিকিটের দামও ফেরত দেওয়া হবে দর্শক-শ্রোতাদের, এ কথা জানাতেও ভোলেননি।
সেই পথে হেঁটে গায়িকা লিখেছেন, ‘নিজের শহরের অনুষ্ঠান বাতিল করতে খুবই কষ্ট হয়। সেটাই আপাতত করতে হচ্ছে। কারণ, আমাদের দেশে চলমান ঘটনাবলীর কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। একজন শিল্পী এবং একজন নাগরিক হিসেবে, এই সময়ে জাতির সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আমি গভীর দায়িত্ব অনুভব করছি। এখন গান গাওয়া বা শোনার মতো পরিবেশ দেশে নেই। দুই দেশ আগে শান্ত হোক। তার পর বাকি সব।’
খুলনা গেজেট/এএজে