খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

অভয়নগরে ইউপি সদস্য খুনে মামলা হয়নি, গ্রেপ্তার নেই

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ইউপি সদস্য খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। এই হত্যা কান্ডের ঘটনায় কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ ।

থানা অফিস সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর নূর আলী (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহতর ঘটনায় কোন মামলা হয়নি। এখনো কোন আসামিকে আটক করতে পারিনি। আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৭ মার্চে রাত ৮টায় বাবুরহাট নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা মেম্বর নূর আলীর মাথায় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক নিহতের পুত্রের পায়ে গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহত ইব্রাহিমের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনো আশংকাজনক। সোমবার ময়না তদন্ত শেষে সন্ধ্যায় জানাযার পরে নূর আলীরকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!