খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

অভয়নগরে যুবকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মেহগিনি বাগানে।

আহত যুবক ওই গ্রামের শাহিনপাড়ার মৃত আবুল মীরের ছেলে শাহ আলম মীর (৩৯)। তিনি নওয়াপাড়া ঘাটে সার কয়লা বোঝাই ট্রাক বাঁধার কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার রশিদ নামে এক ব্যক্তি রোববার সন্ধ্যায় শাহ আলমকে ফোন করে পার্শ্ববর্তী ফজলু মৃধার ইটভাটা সংলগ্ন মেহগনী বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে আহত শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দু’পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!