যশোরের অভয়নগরে আরিয়ান নামের দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে বাড়ির উঠানে খেলার ছলে ওই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
নিহত শিশু আরিয়ান উপজেলার মাগুরা গ্রামের শামিম হোসেনের ছেলে।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. শিশুটির মামি রুবিনা বেগম জানান, আরিয়ানের বাবা সকালে কাজে চলে যায়, আরিয়ানের মা বড় মেয়েকে পাশে স্কুলে দিয়ে বাড়ি এসে আরিয়ানকে না পেয়ে খুঁজতে থাকেন, পরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে শিশুটির পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা(১০) নামের মেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। রুকসানার পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই বাচ্চা দুইটার মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খুলনা গেজেট/এএজে