খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

অবৈধভাবে সার মজুদ : দুই প্রতিষ্ঠান সিলগালা, ২ লাখ টাকা অর্থদন্ড

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ২ সার ব্যাবসায়ী অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক। এ সময় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চেংগুটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভয়নগর উপজেলার চেংগুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্লা এন্টারপ্রাইজের দোকান ও গোডাউনে বিভিন্ন প্রকার সার সংকট সৃষ্টির লক্ষে মজুদ করা রয়েছে। অভয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন অভয়নগর থানার এস আই আশিকুর রহমান সঙীয় ফোর্স নিয়ে পৌনে ২ঘন্টা অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স মোসলেম এন্টারপ্রাইজে ডি এপি ৬৬বস্তা, এমওপি ২৫২ বস্তা, টিএসপি ৮৩ বস্তা ও ইউরিয়া সার ২০ বস্তা, এছাড়া নিউ মোল্লা এন্টারপ্রাইজের গোডাউনে ইউরিয়া সার ৮০ বস্তা, টিএসপি ৬৫ বস্তা, ডিএপি ৫৩ বস্তা ও এমওপি ৫২ বস্তা সার আটক করে ব্যবসা প্রতিষ্ঠান ২টি সিলগালা করেন।

এসময় ভ্রাম্যমান আদালত মোসলেম এন্টারপ্রাইজের মোসলেম সরদারকে ১ লাখ টাকা ও নিউ মোল্লা এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!