তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে আব্দুল কাদের সুজ্জাল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) রাতে উপজলা সদরের ইখড়ি খালপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের সুজ্জাল বারাসাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।সে ইখড়ি খালপাড়া এলাকার তায়িব শেখের ছেলে।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ডেভিল হান্টের অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
তিনি বলেন, থানা পুলিশের সকল এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে