তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনালে মাগুরা জেলা বালক-বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফাইনালে বালিকা বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে খুলনা জেলা দলকে এবং বালক বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল ২-০ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করেছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী।
খুলনা গেজেট/এম মিলন