খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় নিহত ১৪
  নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ৭
  নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ২
  গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক নিহত

অধ্যাপক এমএ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালন

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক এম এ রাজ্জাকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাব ভবনে দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন এবং পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম ফারুক আলম, মোঃ নুরুল হক, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, সাংবাদিক মোহাম্মদ বাবুল আক্তার, হোসাইন নজরুল হক, ডা. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, ডা. শফিদুর রহমান, মনোয়ার উদ্দীন আহম্মেদ, উজ্জল রায়, হারুন অর রশীদ, শফিয়ার রহমান, আবু বক্কর সিদ্দিক, গীতা রাণী কুন্ডু প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক অধ্যাপক এমএ রাজ্জাক মণিরামপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং বিভিন্ন সময় প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আঞ্চলিক একটি পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। তিনি মণিরামপুর ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত ইংরেজি দৈনিক ‘দি নিউ নেশন’ ও ‘বাংলাদেশ টুডে’ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

খুলনা গেজেট/নাফি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!