খুলনা, বাংলাদেশ | ১৩ আষাঢ়, ১৪৩১ | ২৭ জুন, ২০২৪

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ নিহত ২
  আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় নিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

অঙ্কুশের নতুন ছবিতে ভক্তদের জন্য বড় চমক

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছিল প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ‘মির্জা: পার্ট ১ জোকার’। তর্ক-বিতর্ক যাই হোক বক্স অফিসে ছবির ফল বেশ ভালো। এমনকি সিনেমা হলে পঞ্চাশ দিনও পূর্ণ করেছে এই ছবি। এবার মির্জার সাফল্যকে সঙ্গে নিয়েই নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এ অভিনেতা ভ্ক্ত-অনুরাগীদের জিজ্ঞেস করেন, সোশাল মিডিয়ায় স্পষ্ট অনুরাগীদের জিজ্ঞাসা করলেন, কোন ছবি হলে দর্শক হবে খুশি। ‘মির্জা’র মতো ফের অ্যাকশন ছবি নাকি রোমান্টিক কমেডি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, ড্রামা! মির্জার পর ছুটি কাটানো শেষ। পরের কাজের পরিকল্পনা শুরু। আবার এক নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া।’

ছবির পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার খবর জানিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে যখন আপনার প্রথম সিনেমা সম্পূর্ণ নিজের জোরে পঞ্চাশ দিন পূর্ণ করে সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। হাউসফুল শো দারুণ রেসপন্স সুপার পজিটিভ রিভিউ। দর্শকদের প্রশংসা আর সাপোর্ট এই সবই মির্জাকে বাংলার সফল বাণিজ্যিক সিনেমা করে তুলেছে।’

অভিনেতা লিখেন, ‘মির্জা পার্ট ২তে আরও বেশি উগ্রতা, গভীরতা, ট্যুইস্ট, ভালোবাসা, মজা, বিনোদন আর অ্যাকশন অবশ্যই বেশি থাকবে। বেশ তাহলে খুব শিগগিরিই দেখা হবে।’

এর আগে অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জা: পার্ট ১ জোকার’ ছবিতে যে টাকা লগ্নি করেছেন তা হয়ত তিনি ফেরত পাবেন না। কিন্তু তার জন্য ‘মির্জা ২’ ছবির কাজ কোনোভাবেই আটকাবে না।

উল্লেখ্য, অঙ্কুশ রোমান্টিক-কমেডি চলচ্চিত্র ‘কেল্লাফতে’ এ অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪-এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নব অভিনেত্রী রুপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়।

ফলে ইন্ড্রাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে, অঙ্কুশ একজন ভাল নর্তক। ২০১২ সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে, রাজিব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়ট। ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেব্বি লাগছে এবং পাগলি তোকে রাখব বড়ো আদরে গানদ্বয় জনপ্রিয় হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!