খুলনা, বাংলাদেশ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ৮ ডিসেম্বর, ২০২৩

Breaking News

  সিলেট ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণের চালান আটক
  খুলনার জেলা ও নগরের ১১টি থানার ওসি রদবদল
ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

১ম সেমিফাইনালে মেহেরপুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মেহেরপুর জেলাকে ৫ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা জেলা দল।

রোববার (১ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়াম অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মেহেরপুর টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে।

জবাবে ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেবে সাতক্ষীরা জেলা ৩৪ ওভারে ৫টি উইকেট হারিয়ে নির্ধারিত জয়য়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে সাতক্ষীরা জেলা ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
সোমবার কুষ্টিয়া জেলা বনাম নড়াইল জেলা মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!