খুলনা, বাংলাদেশ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভিসি নিয়োগ ও বিচার না হওয়া পর্যন্ত ক্লা‌সে না ফেরার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে কু‌য়েট শিক্ষক স‌মি‌তি, সন্তা‌নের ভ‌বিষ‌্যৎ নি‌য়ে উদ্বিগ্ন অ‌ভিভাবকরা
  ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রেস উইং
  সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ
  এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একই সাথে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!