খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাড়ে ৫ ঘণ্টা পর হাত, পা বাঁধা অবস্থায় অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার

সাতক্ষীরায় ৪৭ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি, প্রথমবার পেল সরকারি মহিলা কলেজে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলায় অবস্থিত ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হলো ছাত্রদলের কমিটি। এই কলেজের রাজনৈতিক অঙ্গনে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নবগঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আহ্ববায়ক কমিটিতে আহ্ববায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন এবং সদস্য সচিব হয়েছে করিমন নেছা শান্তা। অপরদিকে নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন।

একইসঙ্গে অনুমোদন দেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরায় সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রসা, সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সাতক্ষীরা, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, সীমান্ত আদর্শ কলেজ (সাতক্ষীরা সদর), বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসা।

কালিগঞ্জে কালিগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজ, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, মৌতলা শিমুরেজা এমপি কলেজ, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ।

শ্যামনগরে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয় কলেজ, শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কলেজ, ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ, ডি আর এম ইউনাইটেড কলেজ, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা।
তালায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজ, তালা সরকারি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, তালা সরকারি মহিলা কলেজ, কলারোয়ায় কলারোয়া সরকারি কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কাজিরহাট কলেজ, হাজী নাছির উদ্দিন কলেজ, গোবিন্দপুর আবু হানিফ এএইচ উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ।
আশাশুনিতে আশাশুনি সরকারি কলেজ, বুধাহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট বিদ্যালয় এবং দেবহাটায় এপিএস কলেজ, দেবহাটা ডিগ্রি কলেজসহ ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান।

এর আগে, গত ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এর মধ্যে সাতক্ষীরা মহিলা কলেজের কমিটির আহবায়ক ও সদস্য সচিব আইরিন আমিন এবং করিমন নেছা শান্তা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে নিজেদের চিনিয়েছেন।

সদস্য সচিব করিমুন নেছা শান্তা বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। আমি মনে করি, এ কমিটির মাধ্যমে আমাদের কলেজে ছাত্র রাজনীতির একটি নতুন দিগন্তের সূচনা হলো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে আমরা যে সাহসিকতা দেখিয়েছি, তা ছিল একটি প্রজন্মের দাবি ও প্রতিবাদের প্রতিচ্ছবি। সেই চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!