খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরালের শেষ চিহ্নটুকু মুছে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৃতীয়বারের মতো বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ধ্বংসাবশেষের শেষ চিহ্নটুকুও নিশ্চিহ্ন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ মার্চ) ভোররাত ৩টা ৫১ মিনিটে সংগঠনটির নেতাকর্মীরা এ অভিযান চালান।

এর আগে গত ৫ আগস্ট প্রথমবারের মতো ম্যুরালটি ভাংচুর করা হয়েছিল। এরপর ৫ ফেব্রুয়ারি রাতে অবশিষ্ট অংশগুলো সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। তবে তাতেও সন্তুষ্ট না হয়ে সংগঠনটি এবার একেবারে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তৃতীয় দফায় এ অভিযান চালায়।

সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক ওমর তাসনিম রাহাত এ অভিযানে নেতৃত্ব দেন।

সংগঠনটির আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শেষ চিহ্নটুকুও সাতক্ষীরার মাটি থেকে মুছে দিয়েছি। এ দেশে আর স্বৈরশাসনের স্থান হবে না। যত দিন ছাত্র-জনতার সৈনিকরা আছে, তত দিন কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমাদের এই সংগ্রাম চলবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!