খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শিক্ষক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বাকশিস-বিপিসির

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তি দ্বারা শিক্ষকরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। সংগঠন দুই, এসব ঘটনায় উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করেছে। একইসঙ্গে শিক্ষক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাকশিস-বিপিসির নেতারা।

বুধবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানান বিপিসি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনর রশীদ পাঠান এবং বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন ও ভারপ্রাপ্ত মহাসম্পাদক ড. এ কে এম আব্দুল্লাহ।

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতন ও সামাজিকভাবে অপমানিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বিবৃতিতে বলেছেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে আমরা লক্ষ করেছি, দেশের বিভিন্ন স্থানে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তি দ্বারা শিক্ষক নিগৃহীত ও লাঞ্ছিত হচ্ছে, এমনকি শিক্ষক হত্যা করা হচ্ছে। শিক্ষক নির্যাতনের মত হীন কর্মকাণ্ডে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং এর তীব্র নিন্দা জানাই।

নেতারা আরও বলেন, অবিলম্বে এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক নেতারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!