খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাড়ে ৫ ঘণ্টা পর হাত, পা বাঁধা অবস্থায় অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার

শান্ত’র পর মুশফিকের আক্ষেপ ঘুচানো সেঞ্চুরি

ক্রীড়া প্রতি‌বেদক

টেস্টে আগের ১৩ ইনিংসে মুশফিকুর রহিমের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল কেবল ৪০। অর্থাৎ, ফিফটি পাননি ৭ টেস্টে। আজ প্রিয় প্রতিপক্ষের সঙ্গেই মিস্টার ডিফেন্ডেবল ফর্মে ফিরলেন। যাকে পরিণত করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। নাজমুল হোসেন শান্ত’র পর চলমান প্রথম ইনিংসে বাংলাদেশকে দ্বিতীয় ব্যক্তিগত সেঞ্চুরি উপহার দিলেন মুশফিক। সবমিলিয়ে ফরম্যাটটিতে এটি তার ১২তম সেঞ্চুরি।

মুশফিক ইনিংসটাতে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই বেশি গুরুত্বপূর্ণ। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা। ৯ মাস পর তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন। আসিথা ফার্নান্দোর করা ম্যাচের ৮৬তম ওভারের তৃতীয় বল এজ হয়ে স্টাম্পের দিকে যাচ্ছিল। যা দুই পায়ের মাঝে পড়তেই শান্ত’র তড়িৎ আহবানে সাড়া দিয়ে ৯৯–কে শতকে রূপ দেন মুশফিক।

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন মুশফিক। দলও জয় পায়নি কোনো ম্যাচে। অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচনা সইতে হয়েছিল মুশিকে। ফলে মেগা টুর্নামেন্ট থেকে ফেরার সপ্তাহখানেকের মাথায় মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। প্রশ্ন উঠেছিল অফফর্মে কাটানো টেস্টের ভবিষ্যৎ নিয়েও। এমনকি লঙ্কান সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটও ছাড়তে পারেন বলে গুঞ্জন ওঠে।

সবমিলিয়ে টেস্টের শেষটাও আক্ষেপ নিয়ে মুশির বিদায় দেখতে হবে কি না জাগে সেই শঙ্কা। সেটি ছাপিয়েই মুশি সেঞ্চুরি পূর্ণ করলেন এর আগে ফরম্যাটটিতে তিনটি সেঞ্চুরি করা প্রতিপক্ষ লঙ্কানদের ভূমিতে। মুশফিক টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। একটি বেশি (১৩) সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল মুমিনুল হক।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!