খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

শরণখোলায় বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের পিতাকে অর্থদন্ড দেয়। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের সেলিম গাজীর কিশোরী কন্যার বিয়ের আয়োজন করা হয়েছিলো।

খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোলবুনিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আ. গণি গাজীর পুত্র বর আনোয়ার হোসেনকে তিন হাজার টাকা অর্থদন্ড এবং কনের পিতা সেলিম গাজীকে দুই হাজার টাকা অর্থদন্ড দেন। এ ছাড়া ১৮ বছর না হওয়া পর্যন্ত কণ্যার বিয়ে দেবে না মর্মে কন্যার পিতার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত বলেন , শরণখোলা উপজেলায় বাল্য বিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!