নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্ধ্যার পর পরই বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশ হতে থাকে।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, এই উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭ টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবং ৫ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নলদী ইউপিতে মো: আসাদুজ্জামান (স্বতন্ত্র), লাহুড়িয়ায় কামরান শিকদার (স্বতন্ত্র), শালনগর ইউপিতে মো: লাবু মিয়া (নৌকা), নোয়াগ্রাম ইউনিয়ন মুন্সী জোসেফ হোসেন (নৌকা), জয়পুর ইউপিতে মো: সাইফুল ইসলাম সুমন (নৌকা), কাশীপুর ইউপিতে মো: মতিয়ার রহমান (নৌকা), লক্ষ্মীপাশা ইউপিতে নুর মোহাম্মদ (স্বতন্ত্র), মল্লিকপুর ইউপিতে সাহিদুর রহমান শহিদ (স্বতন্ত্র), দিঘলিয়া ইউনিয়নে সৈয়দ বোরহান উদ্দিন (স্বতন্ত্র), কোটাকোল ইউপিতে হাচান মোল্লা (নৌকা), লোহাগড়া ইউপিতে নাজমিন খন্দকার (নৌকা) ও ইতনায় শেখ সিহানুক রহমান (নৌকা)।
লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম