খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

যশোরের ছয়টি আসনের নৌকা চার, দুটিতে স্বতন্ত্র জয়ী

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরের ৬টি আসনের চুড়ান্ত বেসরকারি ফলাফল পাওয়া গেছে। উপজেলা পর্যায়ে নির্বাচনী ভোট কেন্দ্র সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।

যশোর-১ শার্শা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শেখ আফিল উদ্দীন এমপি। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আকতারুজ্জামান পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট।

যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের অ্যাড. মনিরুল ইসলাম মনির পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ এমপি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৭১০ ভোট।

যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল পেয়েছেন ৬৪ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের জহিরুল হক জহির পেয়েছেন ৪ হাজার ৯৯১ ভোট।

যশোর-৫ মণিরামপুর আসনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের ইয়াকুব আলী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার স্বপন ভট্টাচার্য্য এমপি পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট।

যশোর-৬ কেশবপুর আসনে জয়লাভ করেছেন ঈগল প্রতীকের প্রার্থী আজিজুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের শাহিন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।

উপজেলা পর্যায়ে নির্বাচনী ভোট কেন্দ্র সূত্রে এ ফলাফল পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি পূর্ণাঙ্গ এ ফলাফল রাত ৯টা ৪৩ মিনিট পর্যন্ত ঘোষণা করেনি।

যশোরের ৬টি আসনে দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যশোরের ছয়টি আসনে মোট ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নতুন ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫৯৯। তারা এবারের নির্বাচনে প্রথমবারের মত ভোট দিলেন। এছাড়া, মোট ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) রয়েছেন ১৫ জন। জেলার ৮টি উপজেলার ছয়টি আসনগুলোর ৮২৫টি ভোটকেন্দ্রে ৫ হাজার ২১৭টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে পুরুষ ভোটাদের কক্ষ ২৫০০টি ও মহিলাদের কক্ষ ২ হাজার ৭১৭টি। এসব কেন্দ্রে ভোটাররা সমর্থন দিয়ে তাদের নতুন সংসদ সদস্য নির্বাচিত করলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!