খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

মাগুরায় মাঙ্কি টুপি ও হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল

গেজেট ডেস্ক  

মাগুরায় হেলমেট ও মাস্ক পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-মাগুরা মহাসড়কের পিটিআই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গণপূর্ত অফিসের সামনে গিয়ে শেষ হয়।

গত বছরের ৫ আগস্টের পর মাগুরায় এটাই প্রথম আওয়ামী লীগের কোনো কর্মসূচি। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ১৪-১৫ জন নেতাকর্মীকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ব্যানারে লেখা ছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং অবৈধ ট্রাইব্যুনালে বিচার প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। অংশগ্রহণকারীরা মাঙ্কি টুপি, হেলমেট ও মাস্ক পরে মহাসড়কে দ্রুত মিছিল করে চলে যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!