প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার বাড়ছে। মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।
৩৭ সদস্যের এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ সদস্যের।
খুলনা গেজেট/কেডি