যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলায় দরিদ্র কৃষকের প্রায় ২০ একর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদসহ নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান এর আহবানে তিনি এ ধান কেটে দেয়ার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সাহায্যে এ ধান কেটে দেয়া হয়।
মণিরামপুরে শ্রমিকের উচ্চ মুজুরির কারণে ক্ষেতে ধান পেকে গেলেও কাটতে না পেরে বিপাকে পড়ে কৃষক। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের সাবেক এ নেতা চিনাটোলা মাঠের ২০ একর জমির ধান কেটে দেন।
এদিন সকালে যশোর থেকে নেতাকর্মী নিয়ে আরিফুল ইসলাম রিয়াদ চিনাটোলা গ্রামের ওই মাঠে হাজির হন। পরে মাঠের ২০ জন কৃষকের ২০ একর জমির পাকা ধান ক্ষেত থেকে মেশিনের সাহায্যে কেটে দেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজুসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কৃষকরা বলেন, উচ্চ মজুরির কারণে শ্রমিক নিতে না পারায় ক্ষেতের পাকা ধান কাটার জন্য তারা চিন্তায় ছিলেন। যুবলীগের নেতাকর্মীদের সহযোগিতায় এলাকার প্রায় ৬০ বিঘার জমির ধান কাটা সম্ভব হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি