খুলনা, বাংলাদেশ | ২৫ ভাদ্র, ১৪৩১ | ৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  প্রতিবেশি দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত, অভিযোগ ফখরুলের
  বাগেরহাটের ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘণীভূত হচ্ছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

পদ্মা সেতুর উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে আসতে শুরু করেছে মানুষ

গে‌জেট ডেস্ক

নিজস্ব অর্থায়নে করা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ।

শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৬ টায় থেকেই জনসভাস্থল মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করে।

আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা বহুমুখী সেতু। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাটে আয়োজিত জনসভায় অংশ নেবেন। জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন তিনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতুর উদ্বোধনে সাক্ষী হতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের মানুষ।

জনসভায় বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করছেন দলের কর্মী-সমর্থকরা। নানা স্লোগানে মুখরিত জনসভাস্থল। পদ্মার কূল ঘেঁষে আয়োজিত এ জনসভায় এরই মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন।

জনসভায় যোগ দিতে আসা সজিব বলেন, আজ আমাদের আনন্দের দিন। নতুন এক ইতিহাসের সাক্ষী হতে এসেছি। সকালেই চলে আসলাম। পরে ঢুকতে গেলে সমস্যা হতে পারে ভেবে আগেই চলে আসলাম।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!