খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দাকোপে লকডাউনের দ্বিতীয় দিনে মাঠে তৎপর প্রশাসন

দাকোপ প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহার পর করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন পালনের দ্বিতীয় দিনে দাকোপে উপজেলা র্নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরসহ সকল গুরুত্বপূূর্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের নেতৃত্বে চালনা পৌরসভার আছাভূয়া, চালনা বাজার, বৌমার গাছতলা, বটবুনিয়া এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ রাশেদ হাসান, থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবল নেতৃত্বে ছিলেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পৃথক ভাবে তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এ সময় বাজার এলাকার দোকানপাট বন্ধ ছিল, সাধারণ মানুষদের ও খুব বেশি রাস্তায় বের হতে দেখা যায়নি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!