খুলনা, বাংলাদেশ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভিসি নিয়োগ ও বিচার না হওয়া পর্যন্ত ক্লা‌সে না ফেরার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে কু‌য়েট শিক্ষক স‌মি‌তি, সন্তা‌নের ভ‌বিষ‌্যৎ নি‌য়ে উদ্বিগ্ন অ‌ভিভাবকরা
  ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রেস উইং
  সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ
  এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

তেরখাদায় পঁচা-বাসি খাবার বিক্রির দায়ে হোটেল মালিককে জরিমানা

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় পঁচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার দায়ে খাবার হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৫ মে) উপজেলা সদরের থানা সংলগ্ন কাটেংগা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, গতকাল বুধবার (১৪ মে) দুপুরের দিকে কাটেংগা বাজারে সাহেব হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিক মোঃ সাহেব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মালিকের বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে ভরা পঁচা নাড়ি-ভূঁড়ি ও দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। জব্দকৃত নাড়ি-ভূড়ি ও দুর্গন্ধযুক্ত মাংস জনসম্মুখে মাটিতে পুতে ধ্বংস করা হয় এবং হোটেল মালিক মুচলেকা প্রদান করেন। এসময় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার হাসানুর রহমানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ জানান, উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবশে খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!