খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৬ দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

গেজেট ডেস্ক

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ।এবারের প্রতিপাদ্য হলো- গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সমন্বিতভাবে জাতীয়ভাবে কর্মসূচি পালন করবে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি পালন করবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, সড়ক ব্যবস্থাপনা জোরদার করতে হবে। পাশাপাশি গাড়িতে গভর্নর সিল বসানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক দশকের জন্য লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে বিআরটিএ সড়ক নিরাপত্তামূলক প্রচারপত্র বিলি ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করেছে।

বিভিন্ন স্থানে মহাসড়ক পুলিশ লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে। সালনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সাইনবোর্ড স্থাপন করেছে।

এছাড়াও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক অডিও/ভিডিও প্রচারসহ মাইকিং কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সালনা হাইওয়ে থানার মহাসড়ক এলাকা হতে ৩৫৫টি চলাচল নিষিদ্ধ ত্রি হুইলার (রিকশা ও ভ‌্যান) জব্দ করেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!