খুলনা, বাংলাদেশ | ১২ চৈত্র, ১৪২৯ | ২৬ মার্চ, ২০২৩

Breaking News

  নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু
  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালক সম্রাট আলীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  ঝিনাইদহের কালীগঞ্জের মাটি টানা ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
  আজ ২৫ মার্চ ভয়াল কালরাত, রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট অন্ধকার থাকবে দেশ

চাকুন্দিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও হওয়ায় এমপি নারায়ণ চন্দ্রকে সংবর্ধনা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার চাকুন্দিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সরদার ওহিদুল ইসলাম। সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, খু‌বি উপ রে‌জিস্ট্রার জিএম লুৎফর রহমান, মাষ্টার সিরাজুল ইসলাম, মাওঃ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। উপস্থিত ছিলেন এমপির পিএস মাইকেল রায়, সমীর চন্দ্র দে গোরা, তুষার রাহা, গাজী আব্দুল ওয়াহাব, মাষ্টার গাজী মোতহার আলী, শেখ ইসহাক আলী, শেখ আব্দুস সবুর, প্রধান শিক্ষক আব্দুস সেলিম, গাজী নজরুল ইসলাম, পঞ্চানন ঘোষ, মনিরুজ্জামান মালী, আলাউদ্দিন মালী, সম ইকবল হোসেন সালাম, জিএম ফরিদ হোসেন, নাজমুল ইসলাম মুন্না, ইমরান হুসাইন, তরিকুল ইসলাম বাবু, শেখ মুজিবুর রহমান, গাজী কামরুল ইসলাম, মাষ্টার বেলাল হুসাইন, শাপলা খাতুন প্রমুখ।

উ‌ল্লেখ‌্য, ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে উদ্বোধনের পর স্কুলটির শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালের জানুয়ারি থেকে। প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছর পর এমপিও ভুক্ত হয়ে‌ছে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়‌টি। এ কাজে অগ্রণী ভূমিকা পালন করেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!