করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ৫ নভেম্বর।
বুধবার (১৪ জুলাই ) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক সালামত উল্ল্যা ভুঁইয়া।
তিনি বলেন, করোনার চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তবে এটি সম্ভাব্য তারিখ। বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তা দুই মাস পিছিয়ে ২০ থেকে ২৭ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
খুলনা গেজেট/ টি আই