খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের জুন মাসের এক সপ্তাহ এবং নোটিশ মেয়াদের ৩০ দিনের মজুরি প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে শ্রমিকদের নিজ নিজ ব্যাংকের হিসাবের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়।
পাটকলগুলোর সূত্রে জানা যায়, আলীম জুট মিল ব্যতীত খুলনার আটটি পাটকলের জুন মাসের এক সপ্তাহের মজুরি বাবদ ১২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা মজুরি প্রদান করা হয়েছে।
এছাড়া আলীম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল ব্যতীত বাকী ৬টি পাটকল প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, ইস্টার্ণ, কার্পেটিং ও জেজেআই জুট মিলের নোটিশ মেয়াদের ৩০ দিনের অর্থ বাবদ ৩১ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকা শ্রমিকদের প্রদান করা হয়েছে। সবমিলিয়ে খুলনা অঞ্চলের পাটকলগুলোর জন্য ৪৩ কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বিজিএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী (চলতি দায়িত্বে) ও প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ গোলাম রব্বানী বলেন, আজ (সোমবার) বিকালে জুন মাসের এক সপ্তাহের চারদিনের মজুরি এবং নোটিশ মেয়াদের ৩০ দিনের মজুরির টাকা শ্রমিকদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট / এমএম