খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত গ্রেপ্তার

খুলনায় একদি‌নে দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় একদিনে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) খুলনা মহানগরীর ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে ইজিবাইক চালক জাহিদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অপরটি জেলার ডুমুরিয়া উপজেলার ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া বিল থেকে অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারনা এ দু’জনকে হত্যা করা হয়েছে ।

স্থানীয়র জানায়, ডুমুরিয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে জাহিদুর রহমান হরিণটানা থানা এলাকায় বসবাস করত। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন। ১০ জুন রাত থেকে সে নিখোঁজ হয়। বাবার সন্ধান চেয়ে ছেলে কিবরিয়া হাওলাদার থানায় সাধারণ ডায়েরী করে। রোববার দুপুর ৩ টার দিকে ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে পচা গন্ধ টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে লাশের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা জাহিদুর রহমানকে শনাক্ত করে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, জহিদুর রহমান ভাড়ায় ইজিবাইক চালত। ১০ তারিখ থেকে নিখোজ হলে তার ছেলে থানা জিডি করে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নেয়।

তিনি বলেন, এটি একটি হত্যাকান্ড শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করে ইজিবাইক নিয়ে তাকে এই কাশবনের মধ্যে ফেলে রেখে যায়। এ ঘটনার সাথে জড়িত আছে বলে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কিন্তু তদন্তের স্বার্থে কোন কিছু বলা সম্ভব হচ্ছেনা বলে তিনি জানান।

অপরদিকে দুপুর সোয়া ২ টার দিকে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন মধ্যপাড়া বান্দা এলাকার অসিম কুমারের ঘেরের পাড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি শনাক্তকরণে ওই গ্রামের সকল মানুষকে খবর দেন। কিন্তু কেই ওই অজ্ঞাতনামা নারীর পরিচয় জানেন না বলে পুলিশে জানানো হয়। পরবর্তীতে তার পরিচয় শনাক্তকরণের জন্য খুলনা সিআইডি এবং পিবিআইকে ডেকে নেয় ডুমুরিয়া থানা পুলিশ।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর বয়স অনুমানিক ৪৫ বছর হবে। তার মাথার মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি বেশি দিনের নয়। শরীরে কোথাও কোন পচন নেই। গত রাতে তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!