খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৬ দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

কেসিসির নিজস্ব ব্যবস্থাপনায় এবারও জোড়াগেটে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট পরিচালনার লক্ষ্যে এক সভা বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না।

সভায় কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন’কে আহবায়ক ও ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না’কে সদস্য সচিব করে ‘পশুর হাট পরিচালনা কমিটি-২০২১’ গঠন করা হয়।

এছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশুর হাটে আগতদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও জীবাণুনাশক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা বিধান করা হবে বলে সভায় জানানো হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ মো: গাউসুল আজম, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, ইমাম হাসান চৌধুরী ময়না, জেড এ মাহমুদ ডন, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোহাম্মদ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজার সুপার মো: সেলিমুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!