খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

করোনায় ন্যাপ খুলনা জেলা সভাপতি ফজলুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা কমিটির সভাপতি, ১৪ দলীয় জোট-এর অন্যতম নেতা ও সিনিয়র আয়কর আইনজীবী মোঃ ফজলুর রহমান (৭৩) করোনায় আক্রান্ত হয়ে আজ ২৫ জুলাই সকাল ৮ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা রবিবার বাদ আসর মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন।

এ্যাড. ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ১৪ দলীয় জোটভুক্ত বাম ও গণতান্ত্রিক দল, খুলনা’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, বাংলাদেশ জাসদ মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর সভাপতি খালিদ হোসেন, জেলা সভাপতি শেখ গোলাম মোর্ত্তজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, ন্যাপ জেলা সহ-সভাপতি এনামুল হক টুটুল, জাকের পার্টি জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আহসাবুর রহমান বুলু, সাম্যবাদী দল জেলা সম্পাদক এফ এম ইকবাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদকম-লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, জাসদ জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, জেপি জেলা সাধারণ সম্পাদক ডাঃ এম এন আলম সিদ্দিকী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, জাকের পার্টির গোলাম নবী মাসুম, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক মোঃ সলেমান হাওলাদার, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!