করোনার কোপে এ বছর ডিসেম্বর মাসে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা হচ্ছে না। মঙ্গলবার (১০ নভেম্বর) শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ এক ভার্চুয়াল বৈঠকের শেষে একথা বলেন। এই ভার্চুয়াল বৈঠক হয় ৭০ সদস্যকে নিয়ে।
পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এবছর শান্তিনিকেতন পৌষ মেলা করোনা প্রকোপের জন্য করা যাবে না। রাজ্যে প্রতিদিনই সংক্রমণে গড়ে ৬০ জন করে মারা যাচ্ছে। তাই বিশ্বভারতী কতৃপক্ষ পৌষমেলা না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, মহামারিকে মানতে হবে ।
উল্লেখ্য, ১৮৪৩ সালে ২৫ ডিসেম্বর, বাংলায় ৭ পৌষ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন শান্তিনিকেতনের ছাতিমতলায়। আর সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর শান্তিনিকেতন কেন্দ্রীয় লাইব্রেরির পাশে পৌষমেলা করা হয়। এই মেলায় একটা বড় অংশের পর্যটক আসেন বাংলাদেশ থেকে। বিশ্বভারতীতে এক বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী বাংলাদেশের। এখানে দু’বছর আগে গড়ে উঠেছে বাংলাদেশ ভবন। এই শান্তিনিকেতনে ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বইমেলা। সেখানে বাংলাদেশের প্রকাশকরাই থাকেন। কিন্তু এবছর করোনার জন্য বাংলাদেশ বইমেলা হতে পারেনি।
খুলনা গেজেট / এমএম