খুলনা, বাংলাদেশ | ৯ চৈত্র, ১৪২৯ | ২৩ মার্চ, ২০২৩

Breaking News

  রোজায় ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ ১৯৫ টাকা : ভোক্তা অধিকার
  ব্যয় সংকোচনে রোজায় গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
  গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন ধরে রাখা গেছে : প্রধানমন্ত্রী
  চট্টগ্রাম শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর শরীর থেকে পৌনে ৪ কেজি সোনা উদ্ধার
  খুলনায় আজ সেহরীর শেষ সময় ৪টা ৪৩ মিনিট

এগিয়ে থেকেও ‘তীরে এসে তরী ডুবলো’ মেসি-নেইমারদের

গেজেট ডেস্ক

লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে জয়ের খুব কাছেই ছিল পিএসজি। ম্যাচের শেষ ৩১ মিনিট ১০ জনের দলে পরিণত হলেও জয়ের দ্বারপ্রান্তে ছিল মেসি-নেইমাররা। তবে শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবলো ক্রিস্তফ গালতিয়ের দলের। রাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো ফরাসি চ্যাম্পিয়নরা।

রোববার (২৯ জানুয়ারি) রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেস মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেন নেইমার। ৫১তম মিনিটে বল পেয়ে, ডিফেন্ডারদের এড়িয়ে এগিয়ে যান মেসি। তার শট সতীর্থ হুয়ান বেরনাতের পায়ে লেগে একটু দিক পাল্টালে বল পেয়ে যান নেইমার। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে সরাসরি জালে পাঠান তিনি।

নেইমারের গোলের আট মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ৫৯তম মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় রেফারি। এরপর যোগ করা সময়ের চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান ফ্লোরিয়ান ব্যালোগান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

চলতি মৌসুমে পিএসজি ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষেই। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লঁস।

খুলনা গেজেট/ বিএমএস

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!